ভারতের মেঘালয়ে যেতে ভিসার জন্য অপেক্ষা করছেন হাসিনা আহমেদ।
হাসিনা আহমেদ বিবিসিকে জানিয়েছেন, বুধবার ভিসা পেলেই তিনি স্বামীর সঙ্গে দেখা করতে যাবেন। কিন্তু দুপুর পর্যন্ত তাকে ভিসার বিষয়ে কিছু জানানো হয়নি।
ভারতের মেঘালয়ের শিলং থেকে মঙ্গলবার স্ত্রী হাসিনা আহমেদের কাছে ফোন করেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।
প্রায় দুইমাস ধরে নিখোঁজ থাকার পর এই প্রথম তার সঙ্গে যোগাযোগ হয় বলে হাসিনা আহমেদ জানান।
মঙ্গলবারই তিনি জানান, যতদ্রুত সম্ভব তিনি স্বামীর সঙ্গে দেখা করতে শিলং যাবেন।
![](https://www.gnewsbd.com/files/2015/05/150513083717_bd_hasina_ahmed_640x360_focusbangla.jpg)