ময়মনসিংহে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৫

জেলার হালুয়াঘাট ও ধোবাউড়ায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছের। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বালিয়াকান্দা ও করুয়াপাড়া গ্রামে পৃথক দুই বজ্রপাতের ঘটনায় ক্ষেতে কাজ করা অবস্থায় মারা যান জমসেদ আলী (৫০) ও রুবেল মিয়া (৩০) নামের দুই কৃষক।

ধোবাউড়া উপজেলায় বজ্রপাতের পৃথক দুই ঘটনায় মারা যায় তৃতীয় শ্রেণির ছাত্র দেলোয়ার। তার পিতার নাম আতর খাঁন। এসময় সপ্তম শ্রেণীর এক ছাত্রও মারা যায়। তার নাম জানা যায়নি।

এছাড়া জেলার ফুলপুর উপজেলার ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামে বজ্রপাত আক্রান্ত হয়ে মারা যান কফিল উদ্দিন (৫৫)।

অপরদিকে প্রায় একই সময় উপজেলার চারুয়াপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দায় বজ্রপাতে আক্রান্ত হয় স্কুলছাত্র মোশাররফ হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হল মৃত ঘোষণা করেন চিকিৎসক। মোশাররফ ভেদিকুড়া জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তার পিতার নাম লাল মিয়া।

Scroll to Top