রাজধানীতে ৪ ভুয়া ডিবি পুলিশ ও ৪ ছিনতাইকারী আটক

রাজধানীতে চার ভুয়া ডিবি পুলিশ ও চার ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম একটি সংবাদমাধ্যমকে জানান, আটকদের কাছে থেকে একটি অকিটকি, একটি হাতকড়া, দুটি ভুয়া পিস্তল, একটি বোমা, ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে শুক্রবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Exit mobile version