রিক্সা চালিয়ে মাজিদের জিপিএ-৫

ছোট্ট বয়সেই হাতে সংসারের হাল। বাবার সঙ্গে চালান রিকশা চালাত। বাবা অক্ষম হয়ে পড়ার পর এখন নিজেই সংসার চালাচ্ছেন।

এরপরও লালমনিরহাটের অদম্য মেধাবী মাজিদুল ইসলাম এবার এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

এখন সে স্বপ্ন দেখছে ম্যাজিস্ট্রেট হওয়ার। যদিও তার সেই স্বপ্ন পূরণের পথে রয়েছে নানা বাধা। কিন্তু সবকিছুকে উতরে এগিয়ে যেতে চায় মাজিদুল।

তার ভাষ্যে, চা বিক্রেতা থেকে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারলে আমি রিকশা চালিয়ে ম্যাজিস্ট্রেট হতে পারব না কেন?

মাজিদুল হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামের ৭ নং ওয়ার্ডের রিকশাচালক রহমত আলীর ছেলে। সে হাতিবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে।

জানা যায়, মাজিদুলের বাবা রিকমা চালিয়ে সংসার চালাতো। কিন্তু বছর খানিক আগে রিকশা চালানোর ক্ষমতা হারিয়ে ফেলেন রহমত আলী। তখন থেকে লেখাপড়ার পাশাপাশি রিকশা চালিয়ে সংসার চালানোর দায়িত্ব নেয় মাজিদুল।

তার আয় দিয়ে চলে ছয় সদস্যের সংসার। কিন্তু এখন আরো রোজগারের জন্য বেশি সময় তাকে রিকশা চালাতে হচ্ছে। এজন্য বন্ধ হয়ে যেতে বসেছে মাজিদুলের লেখাপড়া।

হাতিবান্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি মোস্তাফা জানান, মাজিদুল মেধাবী ও জেদি। লেখাপড়ার প্রতি রয়েছে তার প্রচণ্ড জেদ। সহযোগিতা পেলে মাজিদুল তার স্বপ্নপূরণ করে অনেক বড় হতে পারবে।

Scroll to Top