সাপাহার সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশী নিহত

নওগাঁর সাপাহার উপজেলায় বিএসএফের নির্যাতনে নূরুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় ইসলাম নামে একজন আহত হয়েছেন।

উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকায় মঙ্গলবার সকার ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে স্থানীয় বেশ কয়েকজন গরু ব্যবসায়ী কলমুডাঙ্গা সীমান্তের ২৩৪ নম্বর পিলারের কাছে ভারতীয় গরু আনতে গেলে বিএসএফ সোয়ানঘাট ব্যাটালিয়নের সদস্যরা তাদের ধাওয়া করে নূরুল ও ইসলামকে ধরে নিয়ে যায়। পরে নির্যাতন করে নূরুলকে হত্যা করে ও ইসলামকে আহত করে বাংলাদেশের ভেতরে ফেলে রেখে যায় বিএসএফ। পরে ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজিবি ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক রফিকুল আলম জানান, ‘এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।’

Scroll to Top