খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দেবর-ভাবি নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাবি মরিময় বিবি (৪২) এবং দেবর মীর হোসেন (২৮)। তাদের উদ্ধার করতে গিয়ে মীর হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।