‘২০ দলের নির্বাচন পরিচালনা কমিটিতে আমার নাম রাখা গর্হিত’

২০ দলের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী তার নামে দেখে বিস্মিত হয়েছেন।

এটাকে তিনি গর্হিত উল্লেখ করে বলেছেন, আমি একজন মেয়র প্রাথী এবং নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমি পুরোদমে কাজ করে যাচ্ছি।

শনিবার সকালে গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাহী বলেন, আমি সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তিনি বলেন, তাবিথ আউয়াল রাজনীতিতে অনভিজ্ঞ হতে পারেন। কিন্তু তার এমন গর্হিত কাজ করার কথা না। অপরদিকে কমিটিতে আমার নাম অন্তর্ভূক্তি ভুল হয়েছে বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনও স্বীকার করেছেন।

Exit mobile version