৮০ হাজার টাকার জালনোটসহ জামালপুর থেকে তিনজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৩৯), রুবেল (২৮) ও জুয়েল (২৭)। রোববার সকাল ১০টায় র্যাবের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাবের দাবি, এ চক্রটি ঢাকার জালটাকা কারবারিদের যোগসাজসে দেশের বিভিন্ন অঞ্চলে জালটাকা সরবরাহ করে থাকে।
র্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যেরাতে র্যাব-২এর একটি অভিযানিক দল জামালপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের প্রায় ৮০ হাজার টাকার জালনোট জব্দ করা হয়।