কক্সবাজারে নারী মানবপাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী থেকে এক নারী মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া নারী মানবপাচারকারী হোসনে আরা বেগম রেশমি মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের আলী আকবরের স্ত্রী।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রেশমির বিরুদ্ধে এলাকার বেশ কিছু মানুষকে পাচারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গোপন সংবাদে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। মানব পাচার আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Exit mobile version