ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম

নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

আহত আরাফাত হোসাইন চৌধুরী আকাশ (২১) শাহী ঈদগাহ অনামিকা এলাকার বাসিন্দা এবং মদন মোহন কলেজের বিবিএ’র ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঈদগাহস্থ শাহ মীর মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক তাকে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে জানতে সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেলর সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

Exit mobile version