জাবি’র শিক্ষক লাঞ্ছনাকারী পুলিশ সার্জেন্ট সাময়িক বরখাস্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পেটানোর অভিযোগে অভিযুক্ত সার্জেন্ট ইমরানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের মারধরের শিকার শিক্ষক বিশ্ববিদালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদ। শনিবার রাত ১০টার দিকে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। তবে উল্টো পথে গাড়ি নিয়ে সড়কে চলাচল করতে গিয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডা হয় বলে দাবি করেছে পুলিশ।

এদিকে, পুলিশ কর্তৃক শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে ও দোষী পুলিশ সদস্যের শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা জানান, শিক্ষক লাঞ্চনাকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের আইজি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের ভিসি ফারজানা ইসলাম চিঠি দিয়েছিলেন।

Scroll to Top