জামিন না পাওয়ায় হত্যা মামলার নাহিদ (৩৫) নামের এক আসামি ঢাকা মহানগর দায়েরা জজ আদালতের দোতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন।
সোমবার ঢাকার বিশেষ জজ-৫ এর আদালতে এ ঘটনা ঘটে। আজ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ দিন বিচারক জামিন বাতিল করেন। এ সময় আদেশ শোনার পরই তিনি পাঁচতলা থেকে দৌড়ে গিয়ে দোতলা থেকে লাফ দেন। ঢাকা মাহানগর দায়েরা জজ আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোফ্ফাকুরুল আলম বলেন, “আমরা নিচে দাঁড়িয়ে ছিলাম। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হঠাৎ নাহিদ দোতলা থেকে লাফ দিয়ে নিচে পড়েন।” তিনি আরো বলেন, “নাহিদ কেন এমন কাজ করলেন তা বলা যাচ্ছে না। বিষয়টি আমি দেখছি।