ডাকাত সন্দেহে গণপিটুনি! নিহত ২

ঢাকার কেরাণীগঞ্জে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী, আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়েছে আরও পাঁচজনকে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মজিবর রহমান জানান, সোমবার রাতে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই জনের মধ্যে একজনের নাম সোহাগ। ২৮ বছর বয়সী এই তরুণ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার দক্ষিণ মেদেনিমণ্ডল গ্রামের রহিতের ছেলে। নিহত আরেকজন বা আহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাতে একদল ডাকাত রসুলপুর এলাকা দিয়ে মানিকগঞ্জের সিংগাইর যাচ্ছিল ডাকাতি করতে। এ সময় এলাকাবাসী টের পেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে এলাকাবাসী সাত ডাকাতকে ধরে ফেলে এবং বেদম পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও পাঁচজনকে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে। আহতদের মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলে জানান ওসি।

Scroll to Top