ঢামেকে আনসার সদস্য ধর্ষণ করলো রোগীর স্বজনকে

এবার বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আনসার সদস্য বকুল সরকার (২৬)।

২০ বছর বয়সী এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ২৫ এপ্রিল পঞ্চগড় থেকে বাবাকে উন্নত চিকিৎসা করানোর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় ধর্ষিতা ওই তরুণী। তার সঙ্গে কেউ না থাকায় যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে কাছে আসেন বকুল সরকার। পরে প্রেমের প্রস্তাব, এরপরে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ধর্ষণ করে ওই তরুণীকে। ধর্ষিতা তরুণীর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। ধর্ষক আনসারের বাড়ি বগুড়ায়। কিন্তু ঘটনার পর থেকেই তাকে আর কাছে না পেয়ে শংকিত ওই তরুণী শাহবাগ থানায় বকুলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আজ শুক্রবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষিতার গ্রামের বাড়ি পঞ্চগড়ে। অন্যদিকে ধর্ষকের গ্রামের বাড়ি বগুড়ায়। বিষয়টি মূলত প্রেম ঘটিত ব্যাপার। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে আনসার সদস্য বকুল সরকার। সে ঢামেকের আনসার ক্যাম্পেই কর্মরত রয়েছে।

তিনি আরও জানান, ধর্ষণের অভিযোগে থানায় বকুল সরকারকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ২৩। তবে এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।

Exit mobile version