তবু তোমরা ভয় পেয়ো না: জাফর ইকবাল

বরেণ্য শিক্ষাবিদ জাফর ইকবাল অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও দুঃখপ্রকাশ করে বলেছেন এভাবে কোন দেশ চলতে পারে না।

জাফর ইকবাল অনন্ত বিজয় দাশকে দেখতে ওসমানি মেডিক্যাল হাসপাতালে মর্গে যান এবং সেখানে কিছু সময় কাটিয়ে উপস্থিত সংবাদকর্মিদের কাছে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি তারুণ্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন- যে কোন নৃশংস মৃত্যু আমাদের প্রথমে ভয় ধরিয়ে দেয়। আমাদের ভয় পেলে চলবে না। এই ভয়কে জয় করতে হবে।
তিনি তরুণদের উদ্দেশে বলেন- তবু তোমরা ভয় পেয়ো না।
তিনি অনন্ত বিজয় দাশের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এরপর জাফর ইকবাল, ইয়াসমিন হক লাশসহ অনন্ত বিজয় দাশের বাসায় গিয়ে তাঁর মা’কে স্বান্তনা জানান। এ সময় সিলেটের সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরী উপস্থিত ছিল।

Exit mobile version