ধর্ষণের অভিযোগে বাবা আটক

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। শুক্রবার দুপুরে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক মনির হোসেন র‌্যাবের সোর্স হিসেবে কাজ করলেও তিনি মাদকাসক্ত বলে জানা গেছে। তাদের বাসা রামপুরার ভূঁইয়া রোড এলাকায়।
মেয়েটিকে তার বাবা ধর্ষণ করে বলে মনির হোসেনের স্ত্রী জোৎস্না বেগম পুলিশের কাছে অভিযোগ করেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শুক্রবার দুপুরে রামপুরার নিজ বাসা থেকে মনির হোসেনকে আটক করা হয়। অপরদিকে মেয়েটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Scroll to Top