না’গঞ্জে পুলিশ কর্মকর্তাদের পেটালো শ্রমিক লীগ নেতাকর্মীরা

নারায়ণগঞ্জে পুলিশের দু’জন কর্মকর্তাকে পিটিয়ে মোবাইল ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে শ্রমিক লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তাদের মধ্যে একজনকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর মঙ্গলবার রাতে পুলিশ দুই শ্রমিককে আটক করলে প্রায় আধাঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যা ৭টায় ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে সদর থানায় আসছিলেন এএসআই শফিক। অটোরিকশাটি ১ নম্বর রেলগেট এলাকায় পৌঁছলে যানজটের কারণে অটোরিকশা চালকের সঙ্গে শ্রমিক লীগ নেতা মিলনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে অটোচালককে মারধর করেন মিলন। অটোরিকশায় থাকা এএসআই শফিক মারধরের কারণ জানতে চাইলে তাকেও মারধর করে লোকজন। খবর পেয়ে থানার এসআই সারোয়ার ঘটনাস্থলে গিয়ে শফিককে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে মিলনের লোকজন। এ সময় এএসআই শফিকের মানি ব্যাগ ও মোবাইল সেট খোয়া যায়। আহত অবস্থায় এএসআই শফিককে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ দু’জন শ্রমিককে আটক করলে ক্ষুব্ধ হয়ে সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যান চলাচল বন্ধ রাখে শ্রমিকরা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Exit mobile version