নিজ মাথায় গুলি করে যুবলীগ নেতার আত্মহত্যা

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা এনায়েত কবির চঞ্চল(৪৫)।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ১ নম্বর রোডে তার নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

Exit mobile version