ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণে নির্বাচনী পর্যবেক্ষণে অনুমতি চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোমবার দুপুর ২টার দিকে তিনি আবেদনপত্রটি নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের কাছে জমা দেন।
পরে তিনি সাংবাদিকদের জানান, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে ১০১ জন আইনজীবীর তালিকা তিনি সিইসির বরাবর জমা দিয়েছেন। ইসি সচিব তাকে আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, আবেদনপত্রটি তিনি সিইসির কাছে জমা দেবেন। এবং বিকেল ৫টার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।
সেনা মোতায়েন নিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচনের সময় সেনা কেন্দ্রে নয়, নিবাসে মোতায়েন করা হবে। অথচ সহিংস ঘটনা কেন্দ্র বা এর আশপাশে ঘটে থাকে। সে ক্ষেত্রে সেনাবাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাতে পারবে কিনা তা আমার বোধগম্য নয়।