পদদলিত হয়ে ২৭ মৃত্যুর ঘটনায় এসআই বরখাস্ত

ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ২৭ মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাইদুল ইসলাম নামের শহর পুলিশ ফাঁড়ির একজন উপপরিদর্শককে (টিএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সাইদুল ২ নম্বর শহর পুলিশ ফাঁড়িতে (টিওপি) দায়িত্বরত ছিলেন।

গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে ময়মনসিংহের অতুল চক্রবর্তী রোড এলাকায় জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ২২ নারী ও পাঁচ শিশু। ওই রোডের নুরানী জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছে।

ওই ঘটনা তদন্তে গতকাল দুটি কমিটি করা হয়। গ্রেপ্তার করা হয় নুরানী জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদার ও তার ছেলে হেদায়েত তালুকদারসহ আটজনকে। আজ শনিবার দুপুর দুইটায় তাদের আদালেত হাজির করার কথা।

Scroll to Top