পাবনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

পাবনা জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাজেদুল ইসলাম সজীবকে কুপিয়ে আহত করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শহরের তুলাপট্টি মোড়ে এ ঘটনা ঘটে।

সজীব শহরের মাহাতাব উদ্দিন মিশুর ছেলে। তিনি জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

জানা গেছে, জেলা আওয়ামী লীগ অফিস থেকে সাংগঠনিক কাজ শেষে তুলাপট্টি দিয়ে সজীব বাড়ি ফিরছিল। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সজীবের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি খোন্দকার আহমেদ শরীফ ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলেই এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত এমন কোনো তথ্য তিনি জানাতে পারেননি।

পাবনা সদর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Exit mobile version