পুলিশের গাড়ী খাদে, নিহত-১

টাঙ্গাইলের ঘাটাইলে একটি সেতুর রেলিং ভেঙে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে রেজাউল করিম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ পুলিশ সদস্য।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঘাটাইল উপজেলার সানবান্দা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত পুলিশ সদস্যের বাড়ি গাজীপুর জেলার কালিয়কৈর উপজেলায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, প্রতিদিনের মতো সাগরদিঘী পুলিশ ফাঁড়ির সদস্যরা সাগরদিঘী-গারোবাজার সড়কে টহল দিচ্ছিল। এক পর্যায়ে ভোরে উপজেলার সানবান্দা এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হন। এতে আহত হন আরো ৩ পুলিশ সদস্য। আহত এসআই আব্দুল ওহাব, নায়েক মমিন ও মজনুকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের লাশ ঘাটাইল থানায় রয়েছে

Scroll to Top