বান্দরবানে একই পরিবারের চারজনকে হত্যা

বান্দরবানে একই পরিবারের চারজনকে হত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকার একটি খামার থেকে স্বামী, স্ত্রী ও তাদের ছেলেমেয়ের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা রাতের কোনো এক সময় তাদেরকে হত্যা করেছে।

ইউনিয়ন চেয়ারম্যান সানু প্রু মারমা এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাও জানা যায়নি।

Scroll to Top