বিএসএফ’র গুলিতে দিনাজপুরে বাংলাদেশি নিহত

দিনাজপুরের বিরল সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিরল উপজেলার ধর্মজইন সীমান্তের  মেইন পিলার ৩২১ এর ১০ এবং ১১ সাব পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রাজ্জাক (৩৫)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনবাড়ি গ্রামের হবিবর রহমানের ছেলে।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিরল উপজেলার ধর্মজইন সীমান্তের  মেইন পিলার ৩২১ এর ১০ এবং ১১ সাব পিলারের মাঝামাঝি স্থানে। আব্দুর রাজ্জাক ভারতের আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ভারতের ৪১ কাটাবাড়ি বিএসএফ’র সদস্যরা পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ বিএসএফ সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়।

দিনাজপুর বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.জামাল হোসেন সীমান্তে বিএসএফ’র গুলিতে এক ব্যক্তি নিহতের কথা স্বীকার করে জানিয়েছেন, নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা লোক পাঠিয়েছি। নিশ্চিত হলে আমরা বিষয়টি নিয়ে বিএসএফ’র সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেব।

Scroll to Top