‘বিক্রয় ডটকম’ এর মাধ্যমে টিকিট কালোবাজারি : গ্রেফতার ১

অনলাইন মার্কেট প্লেস ‘বিক্রয় ডটকম’র মাধ্যমে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কালোবাজারিতে ট্রেনের টিকিট বিক্রির সময় স্বপন (২২) নামে এক তরুণকে আটক করেছে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ।

রোববার বিকেল ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরুণের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ শীর্ষ নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত জানান, ঢাকা-ফেনীর রুটে ট্রেনের চারটি টিকিটের নির্ধারিত মূল্য ছিল ৯০০ টাকা। কিন্তু আটক স্বপন তা বিক্রয় ডটকমে ১০ হাজার টাকায় বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। বিষয়টি পুলিশের নজরে আসলে পুলিশ সদস্য ক্রেতা সেজে কমলাপুর স্টেশনে তাকে আটক করেন। এ বিষয়ে আটক স্বপনের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান।

Scroll to Top