ভারতীয় দূতাবাসের সামনে সাংবাদিককে মারধর পুলিশের

রাজধানীর গুলশান থানাধীন ভারতীয় দূতাবাসের সামনে দৈনিক সকালের খবর পত্রিকার অপরাধ বিষয়ক প্রতিবেদক এমদাদুল হক খান কে মারধর করে থানায় নিয়ে গেছে পুলিশ।

রোববার বিকেল ৪ টার দিকে পুলিশ তাকে মারধর করে। পুলিশের মারধরে এমদাদ গুরুতর আহত হয়েছেন। আহত এমদাদ জানান, ভিসার জন্য পূর্বে জমা দেওয়া তার পাসপোর্টটি আনার জন্য ভারতীয় দূতাবাসে যায় এমদাদ। দূতাবাসের ভেতরে প্রবেশের সময় পুলিশ তার পরিচয় জানতে চায়। পরিচয় জানার পরও সবাইকে পুলিশ ঢুকতে দিলেও এমদাদকে ঢুকতে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের কাছে ভেতরে ঢুকতে না দেওয়ার কারণ জানতে চান এমদাদ। পুলিশ এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।

তিনি জানান, দূতাবাসের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ কনস্টেবল মালেক, জুয়েল, সিদ্দিক, মুক্তার তাকে কিল ঘুষি দিতে থাকে। তাদের সঙ্গে এএসআই জালাল ও সেলিমও পরবর্তিতে যোগ দেয়।

এরপর পুলিশ তাকে গাড়ীতে তুলে থানায় নিয়ে যায়।

এবিষয়ে তথ্য জানতে চেয়ে গুলশান থানার মুঠো ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Scroll to Top