ভাড়াটিয়ার স্ত্রীকে ধর্ষণ করে পলাতক বাড়িওয়ালা

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় এক ভাড়াটিয়ার স্ত্রীকে ধর্ষণের পর মারধরের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। শুক্রবার দুপুর দেড়টার দিকে গাবতলী মাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, বক্তাবলী এলাকার লাল মিয়ার ছেলে হাসান গাবতলী এলাকায় জমি কিনে বাড়ি করে বসবাস করছে। তার ওই বাড়ির একটি ফ্ল্যাটে এক কাঠ ব্যবসায়ী তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন। শুক্রবার দুপুরে হাসান ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণ শেষে মারধর করে পালিয়ে যায়।

Scroll to Top