মন্দিরে হামলা, গণপিটুনিতে ছাত্রলীগকর্মী নিহত

গণপিটুনিতে মো. সাদ্দাম (৩৫) নামে এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম নগরীর টাইগারপাস মালিপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় মুখোশপরা ১০ থেকে ১২ জন যুবক মালীপাড়া কালী মন্দিরে হামলা চালায়। মন্দিরে হামলা চালানোর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের ধাওয়া করে।

পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে গণপিটুনি দেয়া হয়। এতে একজন নিহত হয়। পরে মুখোশ খুলে নিহত ছাত্রলীগকর্মী সাদ্দামের পরিচয় শনাক্ত করা হয়।

Exit mobile version