ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের মানুষের জানমাল রক্ষার জন্য ইসলামিক ফাউন্ডেশন সকল মসজিদে মোনাজাতের আহ্বান জানিয়েছে।
বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ায় জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। সম্প্রতি প্রতিবেশি দেশ নেপালে ভূমিকম্প সংঘটিত হওয়ায় ১০ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে এবং ৫০ হাজারের অধিক মানুষ আহত হয়েছে।
ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হচ্ছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে সকল নামাজের পর এবং বিশেষ করে জুম্মার নামাজের পর বিশেষ মোনাজাতের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।