মহিলা জামায়াতের ১০ কর্মীর জামিন

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার জামায়াতের ১০ নারী কর্মীকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তাদের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান শাকিল জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. তসরুজ্জামান ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হলেন : কামরুন্নেচ্ছা (৫০), মোনা ইয়াসমিন (৪২), ফিরোজা হক (৫৮), সামছুন্নাহার (৫০), শাহানা বেগম (৫২), আয়েশা সিদ্দিকী (৫০), জাকিয়া সরোয়ার (৫০), লুৎফা বেগম (৫৫), রাজিয়া খানম (৫৫) ও আঁখি আক্তার (১৮)। সেগুনবাগিচার প্রিয় প্রাঙ্গণ ভবনের একটি ফ্ল্যাট থেকে রবিবার বিকেল ৩টার দিকে তাদের আটক করে ডিবি পুলিশ।

Scroll to Top