মাওয়া ও কাওড়াকান্দি রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের কাওড়াকান্দি নৌ রুটে সব ধরনের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও ট্রাফিক) বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল রয়েছে। এ অবস্থায় যাত্রী পরিবহনে ব্যবহৃত স্পিডবোট ও লঞ্চ চলাচল নিরাপদ নয়। তাই দুপুরের দিকে সকল প্রকার লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছি।” তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। এ দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ওই পথে চলাচল করা যাত্রীরা দুর্ভোগে পড়েছে। ফেরিতে গাদাগাদি করে নদী পার হচ্ছে তারা।

Scroll to Top