মাগুরায় ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিক নিহত

জেলার আঙ্গারদাহ ব্রীজ এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।

নিহতরা হচ্ছেন যশোর জেলার বেড়বাড়ী গ্রামের শাহাদৎ হোসেন (৫২), উদ-রাজাপুর গ্রামের জামাল হোসেন (৫০) ও ওসমানপুর গ্রামের মকিম উদ্দিন (৫৮)।

আহত রাব্বি (২১), মহিউদ্দিন (৪২), রফিক (৩২), রিপন (২২) জামান (৫০), হান্নান (২২), মশিয়ার (৪০) ও ওহিদুজ্জামানকে (৩৮) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার এসআই তরিকুল ইসলাম জানান, রাত ১১টার দিকে আঙ্গারদাহ এলকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি নসিমনকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা তিন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। তারা ওই স্থানে রাস্তার পাশের খাদে পড়ে থাকা একটি কাভার্ডভ্যান উত্তোলন করে হাজিরার টাকা নিয়ে নসিমনে বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ।

Exit mobile version