মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সামসুজ্জোহার মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেফতারকৃত মওলানা সামসুজ্জোহা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার মহেশখালীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

বুধবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার মহেশখালীর ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর মধ্যে ৪ জনকে ওই দিনই গ্রেফতার করে পুলিশ। রোববার ভোর রাতে সামসুজ্জোহাকে গ্রেফতার করা হয়। তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

Exit mobile version