যেকোনো মূল্যে জয় আদৌ জয় নয় : বার্নিকাট

তিন সিটি করপোরেশন নির্বাচন ভোট বর্জন ও সহিংসতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে মঙ্গলবার তিনি এ বিষয়ে বেশ কয়েকটি টুইট করেছেন। এ সব টুইটে নির্বাচনে সহিংসতার প্রাথমিক খবর শুনে তিনি হতাশ হয়েছেন বলে জানান। একটি টুইটে তিনি বলেন, যেকোনো মূল্যে জয় আদৌ জয় নয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে এক টুইটে তিনি প্রথম বিএনপির নির্বাচন বর্জন নিয়ে হতাশ প্রকাশ করেন। সে টুইটে তিনি বলেন, এটা হতাশাজনক যে বিএনপি তিন সিটি নির্বচন থেকেই সরে এসেছে।

Exit mobile version