রাজধানীতে ২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক

রাজধানীর আশকোনা এলাকা থেকে দুই সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও তথ্য বিভাগ। এ সময় পাচারের জন্য আনা ১৭ জনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাতে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ভারপ্রাপ্ত কর্মকর্তা, মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম সরকার দ্য রিপোর্টকে জানান, মানবপাচারকারীরা ওই ১৭ জনকে পালাউ স্টেট এ পাচার করতে চেয়েছিল।

এ ব্যাপারে ডিএমপির মিডিয়া সেন্টারে সোমবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

Exit mobile version