সংসদে গান গাইলেন সমাজকল্যাণ মন্ত্রী

বিতর্ক যেন পথ ছাড়ছে না সমাজকল্যাণ মন্ত্রীর। নিজেই নিজেকে বিতর্কিত করছেন। এবার মহান সংসদ অধিবেশনে গান গাইলেন। তার গান শুনে অধিবেশনে উপস্থিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতির আসনে বসা ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াসহ উপস্থিত অন্যান্য সংসদ সদস্যরা অট্টহাসিতে ফেটে পড়েন।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত অর্থবছরের (২০১৫-১৬) বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একটি রবীন্দ্র সঙ্গীতের কয়েকটি লাইন গেয়ে ওঠেন।

সৈয়দ মহসীন আলীর গাওয়া গানটি হলো, ‘আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করবো নিবেদন/ আমার ব্যথার পূজা হয়নি সমাপন।’

গান গাওয়ার পূবে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপ সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। তাই সারা দেশে আজ একই শ্লোগান উঠেছে- যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, ততদিন পথ হারাবেনা বাংলাদেশ।

Exit mobile version