মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানকে সরকার পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। একই সঙ্গে তিনি কামারুজ্জামানের মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাংবাদিক ও বুদ্ধিজীবী মুহাম্মাদ কামারুজ্জামানকে সরকার পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহংসার শিকার হয়েছেন। সরকার গত ৫ বছর যাবৎ তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছেন। তাকে মুক্তি দেয়ার জন্য বাংলাদেশের জনগণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে আহ্বান জানানো সত্ত্বেও সরকার তাকে মুক্তি দিচ্ছেন না।
তিনি বলেন, মুহাম্মাদ কামারুজ্জামানের মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের নিকট দোয়া অব্যাহত রাখার জন্য বাংলাদেশের জনগণ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোন বিশেষ করে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনসহ দেশি-বিদেশি সকলের প্রতি আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।”