ভারতের মেঘালয় রাজ্যের আইজিপি (অপারেশনস) জিএইচপি রাজু বলেছেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ অবৈধভাবে ভারতে আসার মত লোক নন। তিনি একজন সাবেক মন্ত্রী। তিনি কোনো সাধারণ লোক নন। ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার অনলাইন ভার্সনে আজ এ খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মেঘালয় আইজিপি রাজু বলেছেন, সালাহউদ্দিন আহমেদ কিভাবে ভারতে এলেন আমরা সে বিষয়ে খোঁজ নিচ্ছি। স্বাভাবিক পরিস্থিতিতে যেভাবে লোকজন অবধৈভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে থাকে সালাহউদ্দিন আহমেদ সে পর্যায়ের কোনো লোক নন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, সালাহউদ্দিন আহমেদ এখনো শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে কারণে বুধবার পর্যন্ত তাকে কোর্টে হাজির করা যায়নি। ইস্ট খাসি হিলস এর এসপি খারখারাং বলেন, হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হলে আমরা তাকে কোর্টে হাজির করব। শিলং সিভিল হাসপাতালে সালাহউদ্দিন আহমেদের চিকিৎসক ডাক্তার ডি জে গোস্বামী বলেন, তিনি কিডনি এবং হৃদরোগের সমস্যায় ভুগছেন। আমরা তার কয়েকটি পরীক্ষা করেছি। তার কিডনিতে পাথর আছে কি-না সে বিষয়ে বিষয়ে একজন সার্জনের পরামর্শ নিতে হবে বলে মনে হচ্ছে আমার। প্রতিবেদনে বলা হয়, দু’মাস ধরে নিখোঁজ সালাহউদ্দিন আহমেদ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাকে উত্তরা থেকে অপহরন করা হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.