কিশোরগঞ্জের হোসেনপুরে স্বামীর হাতে স্ত্রী নির্মমভাবে খুন হয়েছে। এ ঘটনায় হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, উপজেলার পুমদি ইউনিয়নের বিল চাতল গ্রামে গত মঙ্গলবার রাতে লাভলী আক্তার (১৯) নামের এক গৃহবধূকে স্বামী মোঃ মাহাবুব হোসেন (২২) শারীরিকভাবে নির্যাতন ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে নিজ ঘরে গলায় ওড়না পেছিয়ে ঘরের ধরণায় ঝুলিয়ে রাখেন।
খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। এ ঘটনায় লাভলী আক্তারের পিতা মোঃ খোকন মিয়া ঘাতক স্বামী মাহাবুব হোসেনের বিরুদ্ধে হোসেনপুর থানা বুধবার ৩০২ ধারা হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছেন।
এ ব্যাপারে ওসি মোঃ নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাতক স্বামীকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।