পরিবারের দাবি, পিন্টুকে মেরে ফেলা হয়েছে

সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

পিন্টুর স্ত্রীর বড় ভাই মশিউর রহমান দীপু, বোন ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং পিন্টুর আইনজীবী আমিনুল ইসলামও এই অভিযোগ করেন।

২০১০ সালে বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন আহমেদ পিণ্টু রাজশাহী কারাগারে ছিলেন।

রোববার (০৩ মে) কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

এ প্রসঙ্গে মশিউর রহমান দীপু বলেন, শনিবার (২ মে) দিবাগত রাতে তিনি হার্টের সদস্যায় আক্রান্ত হয়ে পড়লে তাকে কোনো প্রকার চিকিৎসা দেওয়া হয়নি। তাকে পূর্ব পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। মৃত্যুর পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, পিলখানায় বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নাসির উদ্দিন পিন্টু ছিলেন নারায়ণগঞ্জ কারাগারে। সেখানে তিনি বেশকিছু দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। কিন্তু তাকে ভালো কোনো চিকিৎসা না দিয়ে দুই সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়।

আইনজীবী আমিনুল বলেন, কোনও কারণ ছাড়াই রাজশাহী কারাগারে পিন্টুকে পাঠানো সন্দেহজনক।

Scroll to Top