বাগেরহাটে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে মৎস্য ঘেরে আধিপত্য বিস্তারের বিরোধে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। তাকে কুপিয়ে হত্যা করেছে নিজ দলের প্রতিপক্ষ।

রবিবার সকালে শহরতলীর কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী রাজা শেখ (৩৭) শহরতলীর কৃষ্ণনগর গ্রামের ইসমাইল শেখের ছেলে।

তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাজা শেখের মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ কৃষ্ণনগর গ্রামের আবদুল হামিদ শেখের ছেলে শহীদ শেখকে আটক করেছে।

এদিকে রাজার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধরা প্রতিপক্ষের একটি বাড়িতে অগ্নিসংযোগ করে।

বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক জানান, এলাকায় অধিপত্য ও একটি মৎস্য ঘের নিয়ে বিরোধের জের হিসেবে আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধের জের হিসেবে সকালে প্রতিপক্ষের লোকজন রাজা শেখকে কুপিয়ে আহত করে।

তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে রাজার মৃত্যু হয়।

Scroll to Top