যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

31

নড়াইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি বিল্লাল সরদার (৫০) মারা গেছেন। আজ বুধবার সকাল সোয়া ৯টায় নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিল্লালের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার ডিগ্রিরচর গ্রামে।

কারাগারের জেলার এ কে এ এম মাসুম জানান, সকাল ৮টা ৫০ মিনিটে কয়েদি বিল্লালের বুকে ব্যথা হলে কারাগারের ভেতরে তাকে চিকিৎসা দেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আছাদুজ্জামান মুন্সী জানান, হার্ট অ্যাটাকে বিল্লাল সরদারের মৃত্যু হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, বিল্লালের বিরুদ্ধে ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগড়া থানায় মামলা হয়। ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদি বিল্লালকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারে বিল্লাল ঝাড়ুদারের কাজ করতেন।