আত্মহত্যাপ্রবণ বালিয়াকান্দি!

আত্মহত্যা প্রবণ এলাকা হিসেবে পরিচিত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি  ইউনিয়নে গত মার্চ মাসে ২৬জন নারী পুরুষ বিষপান ও ৮জন গলায় রশি নিয়ে আত্মহত্যার  চেষ্টা চালিয়েছে।

বালিয়াকান্দি হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার  নারুয়া, জঙ্গল, বহরপুর, বালিয়াকান্দি, জামালপুর, ইসলামপুর, নবাবপুর ইউনিয়নে গত মার্চ মাসে বিষপানে ২৬জন ও গলায় রশি নিয়ে ৮জন আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। আত্মহত্যার চেষ্টাকারীরা হলেন, শারমিন, রুপা, জাহিদ, নিলুফা, নাদিরাসহ অন্যরা। আত্মহত্যার চেষ্টাকারী বেশির ভাগই নারী।

পল্লী বন্ধু সংস্থার পরিচালক রুহুল আমিন বুলু জানান, দারিদ্র, ঋন ও বেকার সমস্যার কারণে আত্মহত্যার ঘটনা ঘটছে। তবে জনসচেতনতা সৃষ্টি করতে কাজ করা হচ্ছে।

Scroll to Top