ঢাকায় সিটি নির্বাচন : মনোনয়ন কিনলেন উত্তরে সালাম, দক্ষিণে আবদুল আউয়াল মিন্টু

ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মনোনয়নপত্র কিনেছেন। বুধবার দুপুরে ডিসিসি দক্ষিণের রিটার্নিং অফিস থেকে তাঁর পক্ষে ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে ঢাকা দক্ষিণ থেকে বিএনপিপন্থি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়াও মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে। এদিকে বুধবার বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু। বুধবার বিকেলে তার পক্ষে কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন তার ছেলে তাফসীর আওয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। বিএনপি এখনো কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী হিসেবে মিন্টুকে গণ্য করা হয়।

Scroll to Top