নাবালক সন্তানদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠছে : প্রধান

২০ দলীয় জোটের শরিক ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান অবিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব বিশিষ্ট রাজনীতিবিদ সালাহউদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা লুনা রুশদী ও তাদের নাবালক সন্তানদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। আল্লাহর আরশ কাঁপছে। এ জন্য সময় থাকতে তিনি সরকারকে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান।
গতকাল এক বিবৃতিতে প্রধান এ কথা বলেন। প্রধান আরো বলেন, ইলিয়াস আলীসহ পালাক্রমে এই ধরনের অপহরণের ঘটনার দায় সরকার নিতে না চাইলেও ইতিহাস ও নিয়তির কাছে এর মা নেই। সরকারের মধ্যেও যে লুকায়িত সরকার থাকে আশা করি, এটি এই সরকার টের পেতে শুরু করেছেন। তা না হলে ১৫ আগস্ট ট্র্যাজেডির পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হয় কেমন করে? সরকারের উদ্দেশে তিনি বলেন, কার খেলা কে খেলছে বোঝার চেষ্টা করুন। অন্যথায় বিপদে এই সরকারের আশপাশে বাটি চালান দিয়েও তাদের খোঁজ পাবে না।

Scroll to Top