নির্বাচন বাতিল করে ইসির পদত্যাগ দাবি

কেন্দ্র দখল, জাল ভোট ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে তিন সিটির নির্বাচন বাতিলের দাবি করেছে আদর্শ ঢাকা আন্দোলন।

একই সঙ্গে ব্যর্থতার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদসহ সকল নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচনের জন্য গড়ে তোলা এই সংগঠনটি।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোল’র নেতারা এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সদস্য সচিব শওকত মাহমুদ। এ সময় আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

শওকত মাহমুদ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করেছিলাম- সবকিছুর ঊর্ধ্বে উঠে তারা গণতন্ত্র ও আইনের শাসনকে তুলে ধরবেন। নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধার পরিবেশ সৃষ্টি করবেন।’

তিনি বলেন, ‘কিন্তু বাস্তবে তার কোনো নজির এই নির্বাচন কমিশন স্থাপন করতে পারেনি। তারা পক্ষপাতদুষ্ট। তাদের এই ব্যর্থতা হিমালয়চুম্বি ক্ষমার অযোগ্য।’

এ সময় শওকত মাহমুদ জনগণকে সকল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য সাংবাদিক মাহফুজউল্লাহ, কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক মাহবুবউল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

Scroll to Top