নির্বাচনে জালিয়াতির তদন্ত চায় অস্ট্রেলিয়া-কানাডা

ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সংঘটিত অনিয়ম, অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতার দ্রুত নিরপেক্ষ তদন্ত চেয়েছে অস্ট্রেলিয়া ও কানাডা।

পাশাপাশি নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করে ন্যায়বিচার নিশ্চিতেরও আহ্বান জানানো হয়েছে।

ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া ও কানাডা দূতাবাস যৌথভাবে বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে নির্বাচন নিয়ে তাদের উদ্বেগের কথা জানায়।

Scroll to Top