ফখরুলসহ ২৯ বিএনপি নেতার বিরুদ্ধে পরবর্তী শুনানি ৭ জুন

সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী শুনানি ৭ জুন দিন ধার্য করেছে আদালত।

ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মঙ্গলবার এ আদেশ দেয়। মঙ্গলবার মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল।

এ মামলার আসামী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্য নেতাদের কারাগার থেকে আদালতে হাজির না করায় আদালত এ আদেশ দেয়।

Scroll to Top