বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন রিকশা চালক!

চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসতে এবং খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী মতিঝিল ফুটপাথে গত দুই মাস ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।এই কর্মসূচির ফাঁকে ফাঁকে নামাজ আদায় থেকে শুরু করে মাঝে মধ্যে সংবাদ সম্মেলন করাসহ প্রয়োজনীয় কাজগুলোও সেরে নিচ্ছেন।

প্রথম দিকে তিনি পত্রিকায় শিরোনাম হলেও অন্যান্য নিউজের ভিরে তিনি যেন হারিয়ে যেতে বসেছিলেন।

শুক্রবার অবস্থান কর্মসূচির সামান্য বিরতি দিয়ে যান রিকশায় চড়ে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করতে।

ফেরার পথে রিকশায় না উঠে তিনি নিজেই চালককে সিটে বসিয়ে চালকের ভূমিকায় হাজির হন।
হঠাৎ তাঁর অবস্থান পরিবর্তনকে অনেকেই সহাস্যে স্বাগত জানান।মেহেদী

Scroll to Top