বিমান বাহিনীর সাজাপ্রাপ্ত সদস্যের ঢামেক থেকে পলায়ন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সদস্য ও সাজাপ্রাপ্ত এক আসামি কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তার নাম রেজাউল করিম (২৬)।

বুধবার দুপুর দেড়টার দিকে সে পালিয়ে যায়। ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর ৭০১ নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে আজ তিনি পালিয়েছেন। তাকে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও পায়নি কারারক্ষীরা।

পলাতক রেজাউল বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Scroll to Top